চরবোরহান পঞ্চবার্ষিক পরিকল্পনা
চরবোরহান পঞ্চবার্ষিক পরিকল্পনা
ইউনডিপি (লজিক) এর আর্থিক সহায়তায় এবং চরবোরহান ইউনিয়নের উদ্যোগে, 07 নং চরবোরহান ইউনিয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দুইটি ওয়ার্ডে কাজ হয়েছে
01 নং ওয়ার্ড এবং 03 নং ওয়ার্ড
01। 1 নং ওয়ার্ড পশ্চিম চরবোরহান গ্রামের সেন্টার বাজার এর মসজিদ থেকে হাফেজিয়া মাদ্রাসা ভায়া কালাম প্যাদার বাড়ী পর্যন্ত ১.৪০ কিমি মাটির রাস্তা ৫ফুট উচু করে নির্মণ করা।
উক্ত রাস্তায় শহিদ সরদার বাড়ির পূর্ব পাশে একটি নিয়ন্ত্রিত কালভার্ট নির্মান। (যাহার বরাদ্দের পরিমান- 7,00,000/- টাকা) কাজটি চলমান আছে।
02। 3 নং ওয়ার্ড দক্ষিণ চরবোরহান রত্তন সিকদার এর মসজিদ হতে আদর্শ গ্রাম ভায়া করিম খাঁর বাড়ী পর্যন্ত ১.৪০ কিমি মাটির রাস্তা ৫ ফুট উচুঁ করে নির্মান করা। (যাহার বরাদ্দের পরিমান- 7,00,000/- টাকা) কাজটি শেষ হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস