উপজেলা প্রশাসন দশমিনা কর্তৃক আয়োজিত ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
বিস্তারিত
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষাগারের যন্ত্রপাতিই নয় জেনারেটিং পাওয়ার জল বিদ্যুৎ উৎপাদন স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, পাহাড়ি রাস্তায় সড়ক দূর্ঘটনার প্রতিরোধ সাত রংঙ্গের চা, পানি বিশুদ্ধকরন, কোভিড ১৯ প্রতিরোধের উপকরনসহ নানা প্রজেক্টের ছড়াছড়ি।
পটুয়াখালীর দশমিনা উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটেরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত এসব প্রজেক্ট সাজানো হয়েছে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায়।
দিন ব্যাপি এ মেলায় আজ রোববার ( ৬ ডিসেম্বর) স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় দেখা গেছে স্টল গুলোতে। মেলায় দুই ক্যাটাগরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্টলগুলোতেই প্রর্দশিত নানা সব প্রজেক্ট ও মডেল দৃষ্টি কেরেছে অনেকের । বিজ্ঞান মেলায় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস সভাপতি থেকে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম, দশমিনা উপজেলা আ’লীগের আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যড. ইকবাল মাহামুদ লিটন, দশমিনা উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইসচেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, উপজেলা একাডেমিক সুপার ভাইজর মু. নেসার উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্ত্যবে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস বলেন,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এই বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক ও বিজ্ঞান চর্চায় উৎসাহিত করবে।
নির্বাচন কমিটি মেলায় অংশগ্রহনকারী স্টল পরিদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।